ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার এর উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী-২০২০-২১ এর আওতায় ফকিরহাট উপজেলা মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ২১ জানুয়ারী বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনের সমাপনী উপলক্ষে প্রশিক্ষার্থীদের লালদল ও সবুজ দল মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে ০৪-০৫ গোলে সবুজ দল বিজয়ী হয়েছে। খেলা শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার ও সদনপত্র বিতরণ করেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, বাগেরহাট ক্রীড়া অফিসার মো:মিজানুর রহমান, প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান, মো: ইবারাত হোসেন, সৈয়দ অনুজ প্রমূখ। খেলা পরিচালনা করেন ইউসুফ শেখ, সহযোগি ছিলেন লিপন বিশ্বাস ও জাকির খান। উভয় দলের কোচ হিসেবে উপস্থিত ছিলেন রাজিব ও বাপ্পি।