হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মানসা কালি মন্দিরে ৪৯তম পুনঃ প্রতিষ্ঠা দিবস ১১চৈত্র

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ঐতিহ্যবাহী সুপ্রাচিন ও সুপ্রসিদ্ধ মানসা কালি মন্দিরের কালি মায়ের ৪৯তম পুনঃ প্রতিষ্ঠা দিবস ১১ই চৈত্র (২৬ মার্চ) শনিবার অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মানসা কালি মন্দির সেবা সমিতি ২দিন ব্যাপী ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিবছরের ন্যায় এবছরও অনুষ্ঠানটি সুষ্ঠ, সুন্দর ও ব্যপক নিরাপত্তার মধ্য দিয়ে সু-সম্পন্নের লক্ষ্যে ইতিমধ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্দির কমিটি সুত্রে জানা গেছে, ২দিন ব্যাপি অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে প্রথম দিন সকাল ৯টা থেকে পূজা আরম্ভ, ১০টায় শ্রী শ্রী চন্ডীপাঠ, দুপুর ১২মাঙ্গলিক প্রার্থনা, অপরাহ্ন ২টায় প্রসাদ বিতরন, সন্ধায় মঙ্গলারতি এবং ধর্মীয় অনুষ্ঠান। ২য় দিন অর্থাৎ রবিবার (২৭ মার্চ) সন্ধায় অনুষ্ঠিত হবে ধর্মীয় গানের অনুষ্ঠান ও রাতে অনুষ্ঠিত হবে ধর্মীয় যাত্রাপালা।

এছাড়া মন্দিরের পুনঃ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মীয় মেলার আয়োজন করা হয়েছে। ধারনা করা হচ্ছে অন্যান্য বছরের ন্যায় এ বছরও অসংখ্য ভক্তবৃন্দ ও দর্শনার্থীর আগমন ঘটবে। এদিকে, উক্ত অনুষ্ঠান উপলক্ষে মন্দির এলাকা জুড়ে বিভিন্ন সাজে সজ্জিত করা হচ্ছে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী মানসা কালি মন্দিরটি কত শতকে এই প্রতিষ্ঠা করা হয় তা কেউ বলতে না পারলেও জানা যায়, মুক্তিযুদ্ধের সময় পাকিস্থান হানাদার বাহিনী মন্দিরটি ধংস করে দেয় এবং কালি মাতা সহ বিভিন্ন দেব-দেবীর বিগ্রহ ভেঙ্গে ফেলা হয়। স্বাধীনতার পরে এক ধর্ণাঢ্য ব্যাক্তির সহায়তায় এই মন্দিরটি পুনঃনির্মান ও নতুন করে কালি মাতা সহ অন্যান্য দেব-দেবীর বিগ্রহ তৈরী করে স্থাপন করা হয়। সেই সময় থেকে প্রতিবছর ১১ চৈত্র কালি মায়ের পুনঃপ্রান প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন