জাতীয় ডেস্ক :
বন্যা পরিস্থিতি যেমনই হোক, তা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা।
জলবায়ু পরিবর্তন, বন্যা পরিস্থিতি, খাদ্য নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে রোববার (১৯ জুন) সকালে ভিন্ন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইতোমধ্যে বন্যা মোকাবিলায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং পুনর্বাসন কর্মসূচি নেয়া হয়েছে, তবে বন্যা দীর্ঘস্থায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রীরা।
আসাম ও মেঘালয় থেকে পাহাড়ি ঢল আছড়ে পড়ছে বাংলাদেশের সীমানায়। সেই পানিতে ডুবেছে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের ১১ জেলা। পানিবন্দি লাখ লাখ মানুষ।
বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব প্রস্তুতি আগে থেকেই নেয়া আছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত ত্রাণও মজুত রয়েছে।
তিনি বলেন, বন্যা নিয়ে কোনো সংস্থা সঠিক পূর্বাভাস দিতে পারেনি। তাই বন্যা পরিস্থিতি কোন পর্যায়ে যাবে বলা যায় না। তবে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। পর্যাপ্ত ত্রাণও মজুত রয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে বন্য মোকাবিলায় একটি কমিটি গঠন করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে।
একই অনুষ্ঠানে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, এ পর্যন্ত এক কোটি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। বন্যায় এ পর্যন্ত দুজন মারা গেছেন।
এ সময় তিনি আরও বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হলেও সুনামগঞ্জের পরিস্থিতির অবনতি হয়েছে। আরও দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এরপর আশা করা হচ্ছে পানি নামতে শুরু করবে।
দুই জেলায় এখন পর্যন্ত ২ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে এবং বন্যা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী আরও ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তায় কৃষি ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা কঠিন হয়ে পড়েছে। তাই পরিবেশ, প্রকৃতি, কৃষি মাথায় রেখে সব উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে।
একই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। বন্যায় এখনো কৃষিতে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি, হলেও আমরা পুনর্বাসন প্রকল্পে নিয়ে যাব। এ জন্য সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেছে।’
তিনি আরও বলেন, ‘বন্যায় বড় কোনো সমস্যা হবে না, তবে বন্যা দীর্ঘস্থায়ী হলে ক্ষতিগ্রস্ত হব। কিন্তু সেই ক্ষতি পুষিয়ে নিতে পারব আমরা।’