খেলাধূলা ডেস্ক :
বিপিএলের অষ্টম আসর চলছে, টুর্নামেন্টটির ইতিহাসে এর আগে যা হয়নি এবার সেটিই হলো। প্রথমবারের মতো পরিত্যক্ত হলো কোনো ম্যাচ।
চলতি আসরের ১৯তম ম্যাচে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের। কিন্তু বৃষ্টির বাগড়ায় ম্যাচটি শেষপর্যন্ত পরিত্যক্ত হয়ে যায়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সাধারণত শীতের সময়েই হয়, আর তাই ম্যাচ পরিত্যক্ত হওয়ার মতো ঘটনা ঘটেনি। এছাড়া টি-টোয়েন্টিতে যেহেতু পাঁচ ওভার খেলা হলেই ফল নির্ধারণ করা যায়, তাই এতদিন ম্যাচ বাতিল হয়নি। তবে এবার বিপিএল ইতিহাসের ৩১৪তম ম্যাচে এসে প্রথমবারের মতো কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল।
এছাড়া টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত টাই হয়েছে দুটি মাত্র ম্যাচ। প্রথমটি ২০১৯ সালে চিটাগাং ভাইকিংস বনাম খুলনা টাইটানসের ম্যাচ এছাড়া পরের বছর কুমিল্লা ওয়ারিয়র্স বনাম সিলেট থান্ডার্সের মধ্যকার ম্যাচ। দুটি ম্যাচে সুপার ওভারে প্রথমটি জিতেছিল চিটাগাং আর পরেরটি কুমিল্লা।
এর আগে টানা বৃষ্টিতে দিনের প্রথম ম্যাচটি আড়াই ঘণ্টা অপেক্ষার পর বাতিল করা হয়। এখন অপেক্ষায় আছে দিনের দ্বিতীয় ম্যাচটি মাঠে নামার। তবে কুমিল্লা ও ঢাকা নির্ধারিত সময়ে মাঠে নামতে না পারলেও বাতিল হয়ে যেতে পারে এই ম্যাচটিও।
দিকে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের ম্যাচটি বাতিল হলেও দুইদল এক পয়েন্ট করে পাবে। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসল বরিশাল। ৭ ম্যাচে তাদের নামের পাশে ৯ পয়েন্ট। অন্যদিকে সিলেট আছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। ৬ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছে দলটি। টেবিলে দুইয়ে নেমে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাঁচ ম্যাচের তাদের পয়েন্ট ৮। আর মিনিস্টার ঢাকা ৬ ম্যাচে সমান তিন হার ও জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অপেক্ষা করছে।