হোম অন্যান্যসারাদেশ দেবহাটা প্রেসক্লাব সম্পাদকের পিতার শয্যাপাশে উপজেলা চেয়ারম্যান সহ দলীয় নেতৃবৃন্দরা

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন’র পিতা বরেণ্য ভিডিও ও ফটোগ্রাফার মিজানুর রহমান মিনু (৫৭) গুরুতর অসুস্থ্য। গত কয়েকদিন ব্রেইন স্ট্রোক জনিত প্যারালাইসিস ও কিডনী জনিত সমস্যার কারনে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও প্রায় দুই যুগ ধরে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন। রবিবার তাকে দেখতে হাসপাতালে যান দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান মুজিবর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এসময় সকলেই তার সুস্থ্যতা কামনা করেন ও পরিবারের সদস্যদের কাছে চিকিৎসার খোঁজখবর নেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন