হোম আন্তর্জাতিক দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:

কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরেই এ নিয়ে দেশটির পার্লামেন্টে একটি আইন প্রণয়ণ করবেন দেশটির সরকার। খবর আল জাজিরার।

কুকুরের মাংস খাওয়া দক্ষিণ কোরিয়ার একটি প্রাচীন ঐতিহ্য। প্রতিবছর দেশটিতে শুধুমাত্র মাংস খাওয়ার জন্য ৭ থেকে ১০ লাখ কুকুর হত্যা করা হয়।

তবে এ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ ও বিক্ষোভ জানিয়ে আসছে প্রাণি সুরক্ষাকর্মীরা। দেশটির তরুণ প্রজন্মও কুকুরের মাংস খাওয়া নিয়ে বিরোধিতা করে আসছে। এমনকি দেশটির ফার্স্ট লেডি কিম কিওন-হিও এ বিষয় নিয়ে বেশ সোচ্চার। তিনি ও প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওল বেশ কিছু রাস্তার কুকুর পালন করেন।

শুক্রবার (১৭ নভেম্বর) প্রাণী সুরক্ষাকর্মীদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের এক বৈঠকে পিপল পাওয়ার পর্টির নীতি প্রধান ইউ-ইউই-ডং বলেন, ‘কুকুরের মাংস খাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে চলা সামাজিক বিতর্ক ও দ্বন্দ্ব শেষ করার সময় এসেছে। কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করে বিশেষ আইন প্রণয়ন করা হবে।’

ইউ-ইউই-ডং আরও বলেন, ‘প্রত্যাশিত দ্বিদলীয় সমর্থনের মাধ্যমে বিলটি পার্লামেন্টের মাধ্যমে আসা উচিত।’ তিনি বলেন, ‘সরকার এবং ক্ষমতাসীন দল ২০২৭ সালের মধ্যে কুকুরের মাংস খাওয়া পুরোপুরি বন্ধ করার জন্য চলতি বছরের মধ্যেই একটি বিল উত্থাপন করবেন।’

কৃষিমন্ত্রী চুং হোয়াং-কেউন বৈঠকে জানিয়েছেন, সরকার দ্রুত নিষেধাজ্ঞা কার্যকর করবে এবং কুকুরের মাংস শিল্পে তাদের ব্যবসা বন্ধ করার জন্য সর্বাধিক সম্ভাব্য সহায়তা প্রদান করবে।

এর আগে বেশ কয়েকবার দেশটিতে কুকুরের মাংস খাওয়া নিয়ে বিল উত্থাপন হলেও কুকুর-খামারি এবং রেস্তোঁরা মালিকদের বিরোধিতায় বিলটি পাস হয়নি। মূলত জীবিকা ও ব্যবসা হারানোর ভয়েই বিরোধিতা করেছিলেন তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন