হোম অন্যান্যস্বাস্থ্য ডেঙ্গু: ঘুমানোর জন্য লাইট নেভাতে বলে আর জাগল না শ্রাবণী

স্বাস্থ্য ডেস্ক:

চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেল এক স্কুলছাত্রী। মঙ্গলবার (৪ জুলাই) রাত ৯টার দিকে নগরীর নিজাম রোডে বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতালে শ্রাবণী (১১) নামে ওই শিক্ষার্থী মারা যায়।

শ্রাবণী সরকারের বাবা বিশ্বজিৎ সরকার বলেন, ‘সন্ধ্যার পর থেকে মেয়ের শরীরে হঠাৎ কাঁপুনি শুরু হয়। সে বলল, তোমরা লাইট নিভিয়ে দাও, আমি একটু ‍ঘুমাব। তখন আমার সন্দেহ হয়, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবার প্রস্তুতি নিই। দেখি, তার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে। কিছুক্ষণ পর কথা বলা একেবারে বন্ধ হয়ে গেল। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বলল, আর নেই। মেয়েটা আমাদের একটু সময়ও দিল না। তারা থাকেন চট্টগ্রাম নগরীর সদরঘাটে।’

ডেঙ্গু আক্রান্ত হয়ে তার মা বিটু সরকার ও ভাই সদীপ সরকার নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন।

সিইপিজেডের একটি কারখানায় কর্মরত বিশ্বজিৎ সরকারের বাসা নগরীর সদরঘাট থানার পোস্টঅফিস গলিতে। বাড়ি লোহাগাড়া উপজেলায়। তার মেয়ে শ্রাবণী সরকার নগরীর সেন্ট স্কলাস্টিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। ছেলে সদীপ সরকার সরকারি কমার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

বিশ্বজিৎ সরকার জানান, তিন দিন ধরে জ্বরে আক্রান্ত থাকার পর গত রোববার (৩ জুলাই) চিকিৎসকের পরামর্শে শ্রাবণী ও তার ভাইয়ের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। পরদিন নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাদের ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। শ্রাবণীর রক্তে প্লাটিলেটের পরিমাণ এক লাখ ১০ হাজার ও সদীপের এক লাখ ৬০ হাজার উল্লেখ করা হয় প্রতিবেদনে। চিকিৎসকের পরামর্শে তাদের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

তিনি বলেন, ‘প্লাটিলেটের পরিমাণ যাতে বাড়ে সেজন্য ডাক্তারের পরামর্শে পেঁপেসহ বিভিন্ন ফলের জুস দেওয়া হচ্ছিল। সঙ্গে নাপা এক্সটেন্ড খাওয়ানো হচ্ছিল। গতকাল (মঙ্গলবার) সকাল থেকে শ্রাবণীর জ্বর কমে আসে। আজ (বুধবার) নিয়মিত ব্লাড টেস্টের কথা ছিল। কিন্তু গতকাল বিকেলের দিকে দেখি তার পেটটা ফুলে গেছে। রাত ৮টার দিকে যখন কাঁপুনি চলে এলো, তখন মেডিকেল সেন্টারে নিয়ে গেলাম। ডাক্তার দেখে দ্রুত এনআইসিইউতে নিয়ে যেতে বলল। কিন্তু ততক্ষণে মেয়ে আর নেই।’

কান্নায় ভেঙে পড়ে বিশ্বজিৎ বলেন, ‘মেয়েটা আমাদের আদরের ধন ছিল। বুকের ধনটা আমাদের ছেড়ে চলে গেল। আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। ওর মা বারবার অজ্ঞান হয়ে পড়ছে। তাকে কী জবাব দেব, আমি জানি না। আমার ছেলেটাকে কিভাবে বাঁচাব আমি জানি না।’

বিশ্বজিতের নিকটাত্মীয় জুয়েল দাশ জানান, শ্রাবণীর মরদেহ রাতেই নগরীর বলুয়ারদিঘী মহাশ্মশানে দাহ করা হয়েছে। মায়ের রক্তের নমুনা পরীক্ষা ডেঙ্গু পজিটিভ শনাক্ত হওয়ার পর গত (মঙ্গলবার) রাতে তাকে এবং ছেলে সদীপকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্বজিতেরও জ্বর আছে। তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, মেডিকেল সেন্টার থেকে মঙ্গলবার রাতে পাঠানো প্রতিবেদনে শ্রাবণী সরকারের মৃত্যুর বিষয়টি উল্লেখ আছে। এ হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে মোট ১২ জনের মৃত্যু হলো, যার মধ্যে শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে ৩ জন, জুন মাসে ৬ জন এবং জুলাই মাসে তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৬৬১ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য আছে সিভিল সার্জনের কার্যালয়ে।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু শনাক্ত হয় ৭৭ জনের। পরের তিন মাস অর্থাৎ, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে শনাক্তের হার কমে আসে। ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন এবং এপ্রিলে ১৮ জন শনাক্তের পর মে মাসে এসে আবার উর্ধ্বমুখী হয় ডেঙ্গু আক্রান্তের হার। মে মাসে আক্রান্ত হয় ৫৩ জন। জুন মাসে ২৮২ জন এবং জুলাই মাসের পাঁচদিনে ১৯৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ২০২২ সালে রেকর্ড পরিমাণ ৪ হাজার ৪৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, মারা যায় ৪১ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন