ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের সাইফুল ইসলাম (নেদা), ওরফে নওশের চেয়ারম্যান এর আপন ভাইপো মোঃ মিঠু (৩৫) নদী থেকে নৌকায় পার হয়ে মুক্তারপুর থেকে সাদিপুর আসার সময় মাদক দ্রব্য প্রচুর ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ দেখে মিঠু নদীতে লাফ দেয়। চৌকস ডিবি পুলিশ পানি ভিতর থেকে গ্রেফতার করে।
সময়; অনুমানিক দুপুর ১:৪৫ মিনিটে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ যশোরে নিয়ে গেছে।
এই মিঠু এক সময় তার চাচা নওশের চেয়ারম্যানের নেতৃত্বে শিওরদাহ পুলিশ ফাঁড়ি এবং ঝিকরগাছা থানা আক্রমণ, ভাঙচুর ও পুলিশ সদস্যদের লাঞ্চিত করেছিল। ঐ ঘটনায় তাদের বিরুদ্ধে সে সময় শক্ত ধারায় মামলাও হয়েছিল।
