আল মামুন, গলাচিপা (পটুয়াখালী) :
“মানব কেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য স্বাক্ষরতা, ডিজিটাল ডিভাইস সংকুচিত করা” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গৌরি রানী, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা আকরামুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রকল্পের কর্মকর্তা মো. সরোয়ার হোসেন, উপজেলা প্রোগ্রাম অফিসার মো. সরোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আলী আশ্রাফ, তথ্য সেবা কর্মকর্তা মোসা. ইসমত আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আজাহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সুমিত কুমার দত্ত মলয়সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, ডিজিটাল ব্যাবস্থা দেশের নিরক্ষর মানুষকে স্বাক্ষরতায় এনে দেশের অগ্রগতি ও উন্নয়ন প্রচেষ্টায় দেশ ও সমাজের নিরক্ষর মানুষদের স্বাক্ষরতা অভিয়ান বিষয়ে সকলকে কাজ করার আহবান জানান।