গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
গলাচিপার আমখোলার বাউরিয়া গ্রামের চারটি বসত ঘর আগুন লেগে সম্পূর্ণ ছাই হয়েছে। ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাব ধারণা করছেন ঘর মালিক দলোয়ার হাওলাদার।
মঙ্গলবার বিকাল পৌন তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে উপজলা প্রশাসন নিশ্চিত করেছেন। এদিকে আগুনে ভষ্মিভূত হওয়া ঘরের পরিবারগুলোর জন্য শুকনা খাবার ও কম্বল নিয়ে ঘটনা স্থানে গেছেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
বাউরিয়া গ্রামের মো. সােলায়মান জানান, বাউরিয়া গ্রামের দেলায়ার হাওলাদাররর ঘর থেকে আগুনের সূত্রপাত। এলাকাবাসী ধারণা করছেন প্রথমে দেলোয়ার হাওলাদারের ঘরে থাকা গ্যাস সিলিণ্ডার থেকে আগুনের সূত্রপাত হয় পরে আগুনের তীব্রতা বাড়লে দেলােয়ারের ঘরের একটি গ্যাস সিলিন্ডার বিষ্ফারণের পরই চারদিক আগুন ছড়িয় পরে।
এত পাশাপাশি থাকা কাওসার হাওলাদার, লিটন হাওলাদার, আনসার হাওলাদারর বসত ঘর আগুণে পুড়ে ছাই হয়ে যায় । এতে ওই পরিবারগুলোর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয় গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হাসান বলেন, ‘খবর পাওয়ার পরই আমরা ঘটনা স্হান পরিদর্শনে গিয়েছি। প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরুপনের পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবাে।’
s
