হোম অন্যান্যসারাদেশ খুলনায় নিম্নআয়ের কর্মহীনদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

খুলনায় নিম্নআয়ের কর্মহীনদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 101 ভিউজ

খুলনা অফিস :
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার খুলনার মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড কার্যালয় চত্বরে চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এ সময় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম মোজাফফর রশিদী রেজা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ ফারুক হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র নগরীর ২৯ নম্বর ওয়ার্ড এবং ২০ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট আটশত ৫৬ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন