হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে মাছের ঘের নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা জমির মালিকদের সভা

কেশবপুরে মাছের ঘের নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা জমির মালিকদের সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 112 ভিউজ

নিজস্ব প্রতিনিধি, কেশবপুব :

যশোরের কেশবপুরের সাগরদত্তকাটি আমতলা বিলের একটি মাছের ঘের নিয়ে দু পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্ত্বে সংঘর্ষে রুপ নিতে পারে । এতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে জমির মালিকরা আশঙ্কা করছেন। এসব কারণে মাইকিং করে ঘের অভ্যন্তরের জমির মালিকরা জরুরীসভা করেছে।

জানা গেছে, কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার ব্যবসায়ী কামরুজ্জামান বিশ্বাস ২০১৮ সালে পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি আমতলা বিলে জমির মালিকদের নিকট থেকে ৩২৫ বিঘা জমি নিয়ে ৫ বছর মেয়াদে একটি মাছের ঘের করেন।

এ ঘের নেয়ার পর পর পর দু বার বন্যা ও জলাবদ্ধতার কারনে প্রায় দেড় কোটি টাকা আর্থিক ক্ষতির সন্মুখিন হলে মালিকদের হারির টাকা পরিশোধ করে ঘেরটি ছেড়ে চলে আসে। এর পর জমির মালিকরা পুণরায় কম মুল্যে তাকে আবারো মৎস্য চাষের জন্য ডিড করে দেয়।

সে মোতাবেক কামরুজ্জামান বিশ্বাস আরো দেড় বছর মাছ চাণ করতে পারবে। মেয়াদ থাকা সত্বেও একটি কুচক্রি মহল ঘের কমিটির তিন জনকে সাথে নিয়ে ঘেরটি দখলের প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। গত ৫ ডিসেম্বর শনিবার বিকেলে পূর্ব পরিকল্পিতভাবে অপর ঘের মালিক কেরামত গাজীর ছেলে ইয়াছিন গাজীর নের্তৃত্বে কেশবপুর, সাবদিয়া আলতাপোল ও সাগরদত্তকাটি গ্রামের ১৮/২০ জন সন্ত্রাসী কামরুজ্জামানের মাছের ঘেরটি দখল করতে যায়।

এ সময় গ্রামবাসির বাধার মুখে ধাওয়া খেয়ে ঘেরের দখল নিতে তারা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘের মালিককামরুজ্জামান বিশ্বাস বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং- ১৮৪। এতো কিছুর পরও তারা থেমে থাকেনি। প্রতিনিয়ত জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে তারা হুমকী দিচ্ছে বলে অভিযোগ। জমির মালিক সুকুমার জোয়ার্দার, আনন্দ মন্ডল , তাজউদ্দিন জানান, তারা ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাসের পক্ষে থাকায় তাদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে ১১ ডিসেম্বর শুক্রবার বিকেলে সাগরদত্তকাঠি ঘের পাড়ে মাদ্রাসা মাঠে জমির মালিকরা মাইকিং করে মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এক জরুরী সভা করেন। সভায় বক্তব্য রাখেন হাজী নুরউদ্দিন মাষ্টার, আব্বাস আলী সরদার ,হোচেন আলী, নাজিম উদ্দিন, শীতল মন্ডল, এনায়েত আলী,বদরুজ্জামান ও ঘের মালিক কামরুজ্জামান বিশ^াস। সভায় সর্বসন্মত ভাবে বর্তমান দেড় বছর মেয়াদ থাকলেও আগামি আরো ৫ বছরের জন্য কামরুজ্জামান বিশ্বাসকে ঘেরটি ডিড করে দেয়া হয়।

তারা সভা থেকে জানান, ২২ জন বিশিষ্ট ঘের কমিটির মধ্যে মাত্র ৩জন ব্যক্তি কামরুজ্জামান বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করে চলেছে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, ঘের দখল প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাস একটি জিডি করেছেন। তদন্তপুর্বক দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কেশবপুরে কোন ঘের নিয়ে জনগণের মধ্যে অশান্তির সৃষ্টি করতে দেয়া হবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন