হোম জাতীয় কালো টাকা সাদা করার সুযোগ একটি বিকৃত প্রক্রিয়া: সিপিডি

কালো টাকা সাদা করার সুযোগ একটি বিকৃত প্রক্রিয়া: সিপিডি

কর্তৃক Editor
০ মন্তব্য 80 ভিউজ

জাতীয় ডেস্ক:

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কালো টাকা সাদা করা একটি বিকৃত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় একজন মানুষ অনেক আয় করে কম কর দিচ্ছে। আরেকজন কম আয় করে বেশি টাকা কর দিচ্ছেন। কর প্রদানের ক্ষেত্রে এখানে ন্যায্যতা নষ্ট হচ্ছে।

রোববার (১৯ মে) রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘ডিজিটালাইজেশন অব দ্যা বাংলাদেশ ট্যাক্স সিস্টেম’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

দেবপ্রিয় বলেন, রাজস্ব আদায় বাড়াতে ডিজিটালাইজেশন, অটোমেশন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহারের বিকল্প নেই। কর আহরণের ক্ষেত্রে হয়রানি বা দুর্নীতি কমাতে ডিজিটালাইজেশন করা হলে কর আদায়ের জায়গাটি আরও স্বচ্ছ হবে। এর পাশাপাশি এ পদ্ধতিতে কর দাতাদের দেয়া তথ্য-উপাত্তের গোপনীয়তা রক্ষা হবে।

যারা কর দেয় না, যারা টাকা পাচার করে তারা অনেক বেশি শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, এখানে রাজনৈতিক প্রতিশ্রুতি দৃশ্যমান না হলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অসহায় হয়ে পড়বে। এনবিআরকে রাজনৈতিক আশ্রয় দিতে হবে। সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, যেসব দেশে সরকারি ব্যয় গুণগত ও স্বচ্ছ হয়, সেখানে কর দেয়ার প্রবণতা বেশি থাকে। মানুষ যখন স্বচ্ছভাবে বুঝতে পারে তার করের টাকা কোথায় খরচ হচ্ছে তখন সে কর দিতে উদ্বুদ্ধ হবে। এক্ষেত্রে কর আহরণের ক্ষেত্রে শুধু ডিজিটালাইজেশন না করে, করের টাকা ব্যয়ের জায়গাটিও পরিষ্কার থাকা উচিত।

বাজেটে করের ক্ষেত্রে হয় পুরোনো পদ্ধতির সমন্বয় ঘটে, না হলে নতুন পদ্ধতি নেয়া হয়। তবে আগামী বাজেটে কর প্রদানের ক্ষেত্রে গাণিতিক স্বচ্ছতার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক স্বচ্ছতা আনা দরকার বলে মনে করেন সিপিডির ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন