কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায ‘৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস’ -২০’ পালিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, আইসিটি শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাইফুল ইমলাম, মাস্টার জাহাঙ্গীর হোসেন, আবু মুছা, প্রাক্তন শিক্ষার্থী সেনা অফিসার লে: সাদিয়া জেরিন মীম, শিক্ষার্থী তৌফিকাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনের, উপস্থাপনায় অনুষ্ঠানে চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা, সম্প্রতি অনুষ্ঠিত অলিম্পিয়াড প্রতিযোগীতা এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে পুরস্কুত করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রোজেক্ট প্রদর্শনে কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে কলারোয়া সরকারি কলেজ, দ্বিতীয় স্থানে বেগম খালেদা জিয়া কলেজ ও তৃতীয় স্থানে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজ।
এদিকে মাধ্যমিক স্কুল পর্যায়ে প্রথম স্থানে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, দ্বিতীয় স্থানে বি,এস,এইস সিংগা মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান লাভ করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়। অপর অংশগ্রহনকারি ৩ শিক্ষা প্রতিষ্ঠানকে অংশগ্রহনমূলক শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
s