হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর মোস্তাকের পিতার মৃত্যুতে দোয়ানুষ্ঠান
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কলারোয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর মোস্তাকের পিতার মৃত্যুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সাতক্ষীরা জেলা স্বেচ্ছা সেবকলীগের  সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর পিতা মরহুম মীর মনছুর আলীর রুহের মাগফিরাত কামনায় এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার(২৫ জুন) বিকাল ৫টার দিকে  পৌর সদরে স্বেচ্ছাসেবকলীগ কার্যালয়ে দোয়া অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
সভায় পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহীন আলমের সভাপতিত্বে  বক্তব্য  রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রেজানুজ্জামান লিটু, মাহাফুজুর রহমান নিশান, আলফাজ হোসেন, সন্দিপ ঘোষ, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনারুল ইসলাম,ছাত্রলীগ নেতা নাইস,  শাহিন, শেখ জনি, মইন আলী, ইকবাল, ইয়াছিন, শহিদুল ইসলাম, ইউনুচ আলী, শাওনসহ স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। সভাটি  পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম রেজাউল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন