কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কাজে যোগদান করেছেন নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী। তিনি সদ্যবিদায়ী নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার স্থলাভিষিক্ত হলেন।
অফিস সূত্রে জানা যায়, নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী মঙ্গলবার(৯ মার্চ) সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের কার্যালয়ে সরকারি বিধি মোতাবেক যোগদান করেন।
বুধবার (১০ মার্চ) সকাল ১০ টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে জুবায়ের হোসেন চৌধুরী (ইউএনও) প্রথম দিনের কার্যক্রম শুরু করেন। উল্লেখ্য, নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী কুষ্টিয়া জেলার সদর উপজেলার নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।
৩১তম বিসিএস’র প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী পারিবারিক জীবনে এক কণ্যা সন্তানের জনক বলে জানা যায়। এ দিকে নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীকে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেনসহ বিভিন্ন সরকারি-বে-সরকারি দপ্তরের কর্মকর্ত-কর্মচারিগণ অভিনন্দন জ্ঞাপন করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বলে জানা যায়।
s