হোম আন্তর্জাতিক ইসরাইলের পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:

গত কয়েক বছরের মধ্যে ইসরাইলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা হামাস। শনিবারের (৭ অক্টোবর) এই হামলায় এখন পর্যন্ত ১০০ ইসরাইলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলের পাল্টা বিমান হামলায় ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলা-পাল্টা হামলার মধ্যে যুক্তরাষ্ট্র বলেছে, ইসরাইলের ‘আত্মরক্ষার জন্য যা প্রয়োজন তা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে’।

শনিবার (৭ অক্টোবর) দেয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন,

ইসরাইলের আত্মরক্ষার অধিকারের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও সমর্থন অটুট রয়েছে। এ ছাড়া আমি বেসামরিক নাগরিকদের ওপর এই জঘন্য হামলায় যারা প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।

তিনি আরও বলেন, ইসরাইলের বেসামরিক নাগরিকদের সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে হবে ও আমরা নিশ্চিত করবো যে, আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন তা ইসরাইলের কাছে আছে। ভবিষ্যতেও ইসরাইলের বেসামরিক নাগরিকদের সহিংসতার হাত থেকে রক্ষা করতে কাজ করে যাবে পেন্টাগন।

এর আগে শনিবার (৭ অক্টোবর) ভোরে আল আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরাইলে হামলা শুরু করে হামাস। গোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশেন আল-আকসা স্টর্ম’।

হামলায় ইসরাইলে অন্তত ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে সাত শতাধিক।

ব্যাপক রকেট হামলার মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে এই অভিযান শুরু করেছে হামাস। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গাজা উপত্যকা থেকে ইসরাইল নিয়ন্ত্রিত এলাকায় এক যোগে পাঁচ থেকে সাত হাজার রকেট ছোড়া হয়।

একইসঙ্গে হামাসের যোদ্ধারা গাজার সীমান্তবর্তী ইসরাইলি চেকপোস্টগুলোতে অভিযান চালায় এবং বেশ কিছু চেকপোস্ট দখল করে নেয়। এ সময় বেশ কিছু ইসরাইলি সেনা নিহত হয় এবং অনেকে হামাস যোদ্ধাদের হাতে আটক হয়।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমানবাহিনীর হামলায় অন্তত ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারের বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, গাজার বিভিন্ন উঁচু ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইলের যুদ্ধবিমান বেসামরিক ভবন লক্ষ্য করেও হামলা চালাচ্ছে। ফলে এত মানুষ হতাহত হয়েছেন। বিমান হামলার তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন