স্পোর্টস ডেস্ক:
২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে ৬০ বছর পর বিশ্ব আসরের মূলপর্ব নিশ্চিত করতে ব্যর্থ হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। দলের এমন বিপর্যয়ে অবসর নেন দেশটির এক ঝাঁক তারকা। এমনই এক দুঃসময়ে ইতালির কোচ হন রবার্তো মানচিনি। ভেঙে পড়া সেই দলটাকেই দুই বছর পর জেতান ইউরোপ সেরার খেতাব। সেই মানচিনি এবার ইতালিয়ান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।
মানচিনির পদত্যাগের বিষয়টি ঘটেছে খুবই আচমকা। ২০২৬ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশনের। রোববার (১৩ আগস্ট) হুট করেই জানা যায় তার পদত্যাগের বিষয়টি। এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
ফেডারেশনটি জানিয়েছে, শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মানচিনি। কেন সরে দাঁড়াচ্ছেন নির্ভরযোগ্য এই কোচ, সে সম্পর্কে কিছু জানায়নি ফেডারেশনটি।
২০১৮ সালের মে মাসে ইতালির সঙ্গে যাত্রা শুরু হয়েছিল মানচিনির। ২০২৩ নেশনস লিগের চূড়ান্ত পর্ব দিয়ে শেষ হলো সেই যাত্রা। সেই সঙ্গে শেষ হলো ইতালিয়ান ফুটবলের ইতিহাসে দারুণ এক অধ্যায়ের।
২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা করতে না পারা দলটাকে দুই বছরের ব্যবধানে একদম পাল্টে ফেলেছিলেন মানচিনি। ব্যর্থ ওই দলটাকে ২০২০ ইউরো জেতানোর পাশাপাশি গড়েছিলেন টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড।
মানচিনির অধীনে ৫ বছরে ৬১ ম্যাচ খেলেছে ইতালি। জিতেছে ৩৯টি, ড্র করেছে ১৩টি, হেরেছে ৯টি। এ সময়ে ১৩০ গোল করার বিপরীতে তাঁর দল খেয়েছে ৪৯টি। তবে তার অধীনেই ২০২২ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কাটতে ব্যর্থ হয় আজ্জুরিরা।
ইতালিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, মানচিনির স্থলাভিষিক্ত হতে পারেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। তবে তুরিনের ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে তার। পারস্পরিক সমঝোতায় সেই চুক্তি বাতিল করে প্রথমবার জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন তিনি।