হোম অন্যান্যসারাদেশ আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক ৪

আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক ৪

কর্তৃক
০ মন্তব্য 116 ভিউজ

এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার৪ আসামিকে গ্রেফতার করেছে।সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী স্যারের তত্ত্বাবধানে এবং আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে শুক্রবারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহফুজুর রহমান, এসআই (নিঃ) হাসানুজ্জামান, ও এসআই (নিঃ), মামুন হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নিয়মিত মামলা ৮(৬)২০২০ এবং ৯(৬)২০২০ এর আসামীরা . আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাই পুর গ্রামের মৃত মোজাহর সরদার পুত্র ১।ওবায়দুল্যাহ (ডাবলু) (৪৭), মৃত কওছার আলী সরদারের পুত্র ২।শফিকুল সরদার(৪০), রব্বানী মোল্যার পুত্র ৩।মফিজুল মোল্যা(৪২), মুকুল মোল্যার পুত্র ৪। রাসেল মোল্যা(২৮), আসামিদের গদাইপুর এলাকা থেকে আটক করা হয়েছে। আসামীদেরকে বিচারার্থে ইং-১৩/০৬/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন